ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করার দাবি

চট্টগ্রাম: যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, কানাডার ফেডারেল কোর্ট ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি’র শীর্ষ নেতা তারেক জিয়া, হারিছ চৌধুরী, সাবেক মন্ত্রী বাবর-পিন্টু সহ অনেকেই এদেশের আদালতেও দণ্ডিত হয়েছে। তাই গ্রেনেড হামলার দায়ে বিএনপিকে সংবিধানের ৩৮(গ) অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা সময়ের দাবি।

বুধবার (২১ আগস্ট) বিকালে নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে মহানগরের আওতাধীন থানা ও ওয়ার্ড যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ নেতা নুরুন্নবী পারভেজ এর সভাপতিত্বে ও মো. নজরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেকান্দর আলম, জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, রঞ্জিত শীল, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহম্মেদ, ইসকান্দর আলম, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, জাহেদ হোসেন খোকন, হোসেন মনির টিটু, মো. রাসেল, মো. শরীফ, ইব্রাহীম খলিল লিটন, বাবর উদ্দিন সাগর, মো. দিদার, ফরহাদ আব্দুল্লাহ, মো. সাজ্জাদ আলী, সাজিবুল ইসলাম সজীব, জুবায়ের হোসেন অভি, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মো. এমরান, মো. ইসমাইল, সায়েম, খোকন, নিজাম উদ্দীন লিটন, মো. টিটু, জাহাঙ্গীর, স্বপন, সুজন, শরীফ, রাহাত, আরাফাত, জুম্মান, ইউসুফ, রাব্বি, প্রান্ত, রিয়াজ, পারভেজ, সাইফুল প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।