bangla news

শোক দিবসে সিডিএতে মিলাদ মাহফিল ও মেজবান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২১ ১০:১২:৩৪ পিএম
মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ

মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ

চট্টগ্রাম: শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যালয়ে মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করেছে সিডিএ কর্মচারী লীগ ও সিডিএ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন।

বুধবার (২১ আগস্ট) এ কর্মসূচি আয়োজন করা হয়।

সিডিএ এবাদতখানায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অংশ নেন সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, অথরাইজ কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মনজুর হাসান, অথরাইজ কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন সিডিএ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সিডিএ কর্মচারী লীগের সভাপতি নাছির আহমদ খান, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, শ্রমিকনেতা এসআই রাসেল, এটিএম হারুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-21 22:12:34