bangla news

অবৈধ সম্পদ অর্জন, সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২১ ১০:১১:৩৩ পিএম
দুদকের লোগো

দুদকের লোগো

চট্টগ্রাম: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ওই সার্ভেয়ারের বিরুদ্ধে ২২ লাখ ৪১ হাজার ১১৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ৪১ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত সার্ভেয়ারের নাম মো. আবদুল গফুর (৫৭)। তিনি রাঙামাটি জেলার তবলছড়ি উমদামিয়া হিল এলাকার মবদুল হাকিমের ছেলে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

মঙ্গলবার (২০ আগস্ট) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ বাদি হয়ে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর।

লুৎফুল কবির চন্দন জানান, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার মো. আবদুল গফুরের বিরুদ্ধে ২২ লাখ ৪১ হাজার ১১৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ৪১ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম দুদক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-21 22:11:33