ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১ আগস্টের হামলাকারীদের প্রতীকী ফাঁসি চবি ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
২১ আগস্টের হামলাকারীদের প্রতীকী ফাঁসি চবি ছাত্রলীগের প্রতীকী ফাঁসি

চট্টগ্রাম: ২১ অগাস্ট গ্রেনেড মামলায় দণ্ডিতদের প্রতীকী ফাঁসি দিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বুধবার (২১ আগস্ট)দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতীকী ফাঁসিরও আয়োজন করা হয়।

এর আগে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মৌন মিছিল শুরু করে শহীদ মিনার, জয় বাংলা ভাস্কর্য, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমবেত হয়।

এতে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ২১ আগস্টে হামলাকারীদের বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।