ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, কারাগারে ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, কারাগারে ব্যবসায়ী সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের নেতৃত্বে অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলা কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) আদালত ওই অভিযান পরিচালনা করেন। এ ছাড়া তিনটি ওষুধের দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া পঞ্চানন চৌধুরী বোয়ালখালী কানুনগোপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র চৌধুরীর ছেলে। তিনি শিমুল মেডিকোর মালিক।

বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান বাংলানিউজকে বলেন, অভিযানে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ, বিদেশি যৌন উত্তেজক ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

‘এ ছাড়া দত্ত ফার্মেসি মালিককে ১৫ হাজার, ইউনিভার্সেল মেডিক্যাল স্টোর মালিককে পাঁচ হাজার, পপুলার ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।