bangla news

সাংবাদিক মাসুদুল হকের বাবা আর নেই

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২১ ৬:২২:২১ পিএম
মাহবুবুল হক

মাহবুবুল হক

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) টিভি ইউনিটের ডেপুটি চিফ, ডিবিসি নিউজের স্টেশন হেড মাসুদুল হকের বাবা মাহবুবুল হক (৭৫) আর নেই। 

বুধবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তিনি এম সিরাজুল হক ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি ছিলেন। 

বৃহস্পতিবার (২২ ্আগস্ট) সকাল ১১টায় নগরের শুলকবহর বড় মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

মাহবুবুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান স্বপন মল্লিক প্রমুখ।

পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী।

সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এআর/টিসি

 

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-21 18:22:21