ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বনফুল গ্রুপের ৩০ বছর পূর্তি উৎসব শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
বনফুল গ্রুপের ৩০ বছর পূর্তি উৎসব শুরু বনফুল গ্রুপের ৩০ বছর পূর্তি উৎসব শুরু

চট্টগ্রাম: খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রপের ৩০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট)  প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব।

এ সময় এম এ মোতালেব বনফুলের ৩০ বছরের পথ চলায় পাশে থাকার জন্য ক্রেতা, কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খাদ্য শিল্পের বিকাশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বনফুল গ্রুপের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের দ্রুত উন্নয়ন সম্ভব। তবে খাদ্য উৎপাদনে শুধু মুনাফা নয়, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ভেজালমুক্ত খাদ্য উৎপাদন করতে হবে।

এ সময় বনফুলে খাদ্য উৎপাদনের সময় উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কঠোরভাবে পন্যের মান নিয়ন্ত্রণে সচেষ্ট হতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এম এ মোতালেব।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ, বনফুল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর, মো. হোসেন, বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, কিষোয়ান গ্রুপের  পরিচালক ও বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের নির্বাহী পার্টনার ওয়াহিদুল ইসলাম, জোন পার্টনার নুরুল হক উপস্থিত ছিলেন।

কোম্পানি সচিব রাখাল সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আমানুল আলম, শাহ্ কামাল মোস্তফা, উপ মহাব্যবস্থাপক আরিফুর রহমান, মো. রিদোয়ান, সহকারী মহাব্যবস্থাপক মো. আলাউদ্দীন, বরুণ পাল, কিষোয়ান স্ন্যাকস্ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন মামসাদ, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দীন প্রমূখ।

বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধনের পর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন স্টেশন রোড বাইশ মহল্লা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ নুরী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।