ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেঞ্জে শ্রেষ্ঠ এসপি মিনা, শ্রেষ্ঠ কোর্ট পরিদর্শক বিজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
রেঞ্জে শ্রেষ্ঠ এসপি মিনা, শ্রেষ্ঠ কোর্ট পরিদর্শক বিজন শ্রেষ্ঠ জেলার পুরস্কার নেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনাসহ সদস্যরা।

চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ, শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা এবং শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হন নুরেআলম মিনা।

এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলা পুলিশের আরও চারজন সদস্য পুরস্কার পেয়েছেন।

এতে শ্রেষ্ঠ থানা হয়েছে রাউজান এবং শ্রেষ্ঠ ওসি হয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, শ্রেষ্ঠ মামলাতদন্তকারী কর্মকর্তা হয়েছেন সীতাকুণ্ড থানার এসআই মো. আব্দুল মজিদ ও ফটিকছড়ি থানার এসআই আরিফুল আলম অপু, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হয়েছেন চন্দনাইশ থানার এসআই মো. মজিবুর রহমান।

মঙ্গলবার (২০ আগস্ট) হালিশহরে জেলা পুলিশ লাইন্সে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।

শ্রেষ্ঠ কোর্ট পরিদর্শকের পুরস্কার নেন বিজন কুমার বড়ুয়াএছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম রেঞ্জে পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল অফিসার উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট কুমিল্লা জেলা, শ্রেষ্ঠ মামলাতদন্তকারী কর্মকর্তা কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্দ) মো. হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. জিয়াউল হক, শ্রেষ্ঠ ডিবি নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ ডিবি অফিসার নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার এসআই সাঈদ মিয়া, শ্রেষ্ঠ এসআই কক্সবাজার সদর থানার প্রদীপ চন্দ্র দে, শ্রেষ্ঠ ডিবি ওয়াচার কক্সবাজার জেলা বিশেষ শাখার কনস্টেবল মো. শাহাদাত হোসেন, শ্রেষ্ঠ অবৈধ গুলি-অস্ত্র উদ্ধারকারী অফিসার টেকনাফ থানার এসআই সুজিত চন্দ্র দে, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার টেকনাফ থানার এসআই সাব্বির আহমেদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কুমিল্লা নাঙ্গলকোট থানার এএসআই আবদুর রহিম, শ্রেষ্ঠ এএসআই লক্ষ্মীপুর রামগঞ্জ থানার মো. সুলতান মাহবুব এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।