ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরের শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর মতো এত ত্যাগ স্বীকার বিশ্বের আর কোনো নেতা করেননি।

এ কারণেই বিশ্ববাসী বঙ্গবন্ধুকে সাধারণ মানুষের নেতা, শ্রমজীবী মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে জানেন। বঙ্গবন্ধুর জীবন ও আন্দোলনের ইতিহাস সব বয়সের মানুষেরই জানা প্রয়োজন।
বঙ্গবন্ধুর জীবন দর্শনের মূল বিষয় ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বঞ্চিতদের পাশে দাঁড়ানো ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

ষোলশহর রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নঈম  উদ্দীন চৌধুরী, রাজনীতিক আহমদুর রহমান সিদ্দিকী, সাইফুদ্দিন খালেদ বাহার, হাসিনা জাফর, কাউন্সিলর মো. মোরশেদ আলম, রাজনীতিক আবদুল মান্নান ফেরদৌস, এসএম হাশেম, শাহজাহান চৌধুরী, মশিউর রহমান দিদার, রেজাউল করিম সিদ্দিকী, আকতার ফারুক, কফিল উদ্দিন খোকন, তৌহিদুল আনোয়ার সেন্টু, প্রিয় লাল গোস্বামী, অহিদ চৌধুরী, হাবিবুর রহমান তারেক, আবুল বশর, এসএম আলম, ওয়াহিদুল আলম শিমুল, এমকে আলম বাসেত, জহির উদ্দিন সুমন, নঈম উদ্দিন মাহমুদ, সাইফুল মান্নান শিমুল, দিদারুল আলম আকাশ, এরফানুল মান্নান কনক, কমল বড়ুয়া, আমিনুর রহমান, মো. মহসিন প্রমুখ।

মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে দেশের প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। পলাতক খুনি ও বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচার এখনও হয়নি। তাদেরও বিচারের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।