ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহাদাতে কারবালা মাহফিলের ব্যাপক প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
শাহাদাতে কারবালা মাহফিলের ব্যাপক প্রস্তুতি বক্তব্য দেন সুফি মুহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: আহলে বায়েত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে অনুষ্ঠেয় ১০ দিনব্যাপী এবারের শাহাদাতে কারবালা মাহফিল সর্ব বৃহৎ রূপ লাভ করবে।

রোববার (১৮ আগস্ট) জমিয়তুল ফালাহ মসজিদে মাহফিল প্রস্তুতি কমিটির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

এ মাহফিলে মিশর, লেবানন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, কুয়ালালামপুরসহ বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদেরা ইসলামের মূলধারা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

মাহফিলে অংশ নেবেন সিরিকোট দরবার শরিফের রহনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে বাংগাল আওলাদে রসুল (সা.) শাহসুফি সৈয়দ মুহম্মদ সাবির শাহ ( মজিআ) ও শাহজাদা আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ (মজিআ), বড়পীর হজরত শাহসুফি সৈয়দ আবদুল কাদের জিলানি (রা.) বংশধর শাহসুফি সৈয়দ আফিফ আবদুল কাদের মনসুর আল-জিলানি আল-বাগদাদি, ভারতের কাসওয়াসা দরবার শরিফের সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফি আল জিলানি, তরিকায়ে কাদেরিয়া শাজিলিয়া ইউস্রিয়ার শাইখ প্রফেসর ড. ইউস্রি রুশদি জাবর আল-হাসানি আল-আজহারি, ভারতের আল্লামা সৈয়দ মুহম্মদ হাসেমি মিয়া আশরাফি আল-জিলানি আস-সিমনানি, কাসওয়াসা দরবার শরিফের সাজ্জাদানশিন হাফেজ সৈয়দ মুহাম্মদ নুরানি আশরাফ আশরাফি আল জিলানি আল-সিমনানি, লেবাননের বৈরুত গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর আওলাদে রাসুল সৈয়দ জামাল শাক্কার আল-হোসাইনি আল-হাসেনি (মজিআ), শ্রীলংকার কলম্বোর আল্লামা মুহাম্মদ ইহসান ইকবাল আল কাদেরি, ভারতের এলাহবাদের খতিবে লাসানি আকবার ইহসানি ও কলকাতার খ্যাতি সম্পন্ন হজরত মাওলানা মুহাম্মদ নুর রহমান বরকাতি।

সভায় বক্তব্য দেন পেয়ার মোহাম্মদ কমিশনার, হজরত আমানত শাহ (র.) দরবারের মুতওলি মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল হামিদ, মাহাবুব খান, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ খোরশেদুর রহমান, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, মোহম্মদ সাইফুদ্দিন, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, সৈয়দ আবদুল লতিফ, প্রফেসর কামাল উদ্দিন, মোহাম্মদ আবদুল হাই মাসুম, মুহম্মদ দিলশাদ আহমদ, এসএম সফি, ব্যাংকার সালামত উল্লাহ, সৈয়দ সিরাজুদৌলা, পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. ফরিদ মিয়া, মাওলানা জিয়াউল হক, খোরশেদ আলী চৌধুরী ও মোহাম্মদ লিয়াকত আলীসহ পরিষদের আজীবন সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।