ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুজ্বর নিয়ে চিকিৎসাধীন ৫১৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুজ্বর নিয়ে চিকিৎসাধীন ৫১৯

চট্টগ্রাম: এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের ১১ জেলায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৭ জন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ১১৫ জন ও বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৩ জন, কক্সবাজারে ৯ জন, খাগড়াছড়িতে ৪ জন, বান্দরবানে ১ জন, ফেনীতে ৮ জন, কুমিল্লায় ৩৯ জন, চাঁদপুরে ২৯ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নোয়াখালীতে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

নোয়াখালীতে ২ জন মারা গেছেন। রাঙামাটিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত এ বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ১৫৪ জন।

নগরের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছেন ৫৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় বেসরকারি ম্যাক্স হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, মেডিকেল সেন্টারে একজন করে রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ২৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৬ জন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।