রোববার (১৮ আগস্ট) নগরের কর্নেলহাট মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক।
অভিযানে সোনাপুর থেকে চট্টগ্রামগামী বাঁধন পরিবহনের দুইটি বাস, মজু চৌধুরীর ঘাট থেকে চট্টগ্রামগ্রামী শাহী এক্সপ্রেসের একটি বাস এবং দাউদকান্দি থেকে চট্টগ্রামগামী দাউদকান্দি এক্সপ্রেসের একটি বাসকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক বাংলানিউজকে বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে পাওয়া এমন অভিযোগের ভিত্তিতে কর্নেলহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসএম মনজুরুল হক জানান, বাঁধন পরিবহন, শাহী এক্সপ্রেস ও দাউদকান্দি এক্সপ্রেসের বাসগুলোতে প্রতি টিকিটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় ১০০ টাকা করে বেশি নিচ্ছিল। বাঁধন পরিবহনের বাসগুলোতে আসন সংখ্যার বাইরেও চলাচলের পথে টুল বসিয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছিল। জরিমানার পাশাপাশি এসব বাসকে সতর্ক করা হয়েছে। নগরের ১০ নম্বর রুটের বাসটির ফিটনেস ছিলনা এবং অতিরিক্ত ভাড়া আদায় করছিল।
এসএম মনজুরুল হক বলেন, ঈদের আগে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে আন্তঃজেলা বাস মালিক সমিতি কথা দিয়েছিলো তারা সরকার-নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেবে না। কেউ নিলে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাদের আপত্তি থাকবে না। তাদের এ প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু অনেক বাস মালিক তাদের এ প্রতিশ্রুতি রক্ষা করেননি।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসকে/টিসি