ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় কার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
লোহাগাড়ায় কার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৯

চট্টগ্রাম: লোহাগাড়ায় প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মান্নানের (৬০) বাড়ি বান্দরবানের লামায়।

আহতরা হলেন- চকরিয়ার উত্তর হারবাং এলাকার আবু শমসের ছেলে মো. রাসেল (১৯), লামার আজিজনগর এলাকার আব্দুল খালেকের মেয়ে রোমানা আক্তার (১৮), তার বোন মাছুমা আক্তার (১৭), একই এলাকার আকবর আহমেদের ছেলে মো. মামুন (২২), আবুল হোসেনের ছেলে নুরুল কবির (৩২), নুরুল আলমের ছেলে কাউসার (২১), কবির আহমেদের ছেলে আব্দুল খালেক (২৪), ফরিদুল ইসলামের ছেলে সাহাবউদ্দিন (২১) ও জালাল আহমেদের ছেলে মো. মানিক মিয়া (৬০)।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি আহসান হাবিব বাংলানিউজকে জানান, কার ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে।

তবে চালক পলাতক রয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আহত ৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।