bangla news

আইএসপিআর অথেনটিক তথ্য দিয়ে থাকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৮ ১২:৪০:০০ পিএম
সাংবাদিকদের সঙ্গে আইএসপিআর পরিচালকের মতবিনিময়। ছবি: সোহেল সরওয়ার

সাংবাদিকদের সঙ্গে আইএসপিআর পরিচালকের মতবিনিময়। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: আইএসপিআর সাংবাদিকদের অথেনটিক তথ্য দিয়ে থাকে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। এটি দ্বিতীয় বৃহত্তম প্রেস ক্লাব। সাংবাদিকদের দেশপ্রেম নিয়ে নিউজ করতে হবে। কারণ সাংবাদিকদের মানুষ বিশ্বাস করে। আমরা চেষ্টা করবো দ্রুত তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার।

আইএসপিআর পরিচালক বলেন, সশস্ত্র বাহিনীর কণ্ঠস্বর, মুখপাত্র আইএসপিআর। আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য কাজ করি। আমাদের ওয়েবসাইটে সব কর্মকর্তার নম্বর দেওয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজ আছে, সব কমেন্ট দেখি। পরামর্শ বাক্স আছে।

তিনি বলেন, আইএসপিআরের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তখন চট্টগ্রামসহ কয়েকটি বিভাগীয় শহরে একাধিক ব্যুরো অফিস থাকবে। এ প্রক্রিয়া এগিয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান উন্নয়ন কাজগুলো সাশ্রয়ী হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিকের জিটুআই মেজর আবু সাঈদ গোলাম মওলা, আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম, তাপসী রাবেয়া প্রমুখ।

বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিনিয়র সাংবাদিক সমীর বড়ুয়া, শামসুল হক হায়দরী, হাসান আকবর, নিরুপম দাশগুপ্ত, সারোয়ার সুমন, শহীদুল্লাহ শাহরিয়ার, অনিন্দ্য টিটো, হামিদ উল্লাহ, শিমুল নজরুল, তাজুল ইসলাম, আলমগীর সবুজ, নয়ন বড়ুয়া জয় প্রমুখ।

সাংবাদিকরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর তথ্য, ছবি, ভিডিও ফুটেজ দ্রুত সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করছেন। আইএসপিআরও দেশের জন্য কাজ করছে। জরুরি মুহূর্তে আইএসপিআরের মুখপাত্রের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ সহজতর করলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। মূলধারার গণমাধ্যম সঠিক সময়ে সঠিক সংবাদ দিলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বা গুজব ছড়ানো বন্ধ হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৯

এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-18 12:40:00