ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেতু দেবে যাওয়ায় নাজির হাট রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
সেতু দেবে যাওয়ায় নাজির হাট রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম: চট্টগ্রাম-নাজির হাট রুটে হাটহাজারীর সরকার হাট এলাকায় সেতু দেবে যাওয়ায় দুইদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, দেবে যাওয়া সেতুটি সরকার হাট ও কাজির হাটের মাঝামাঝি। দুইদিন আগে সেতুটি দেবে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-নাজির হাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

‘সেতুটি দ্রুত সংস্কারের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

চট্টগ্রাম-নাজির হাট রুটে তিনটি ডেমু ট্রেন ও একটি লোকোমুটিভ (লোকাল) ট্রেন চলাচল করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
জেইউ/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।