bangla news

নগরে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৭ ৪:২০:১৫ পিএম
মোটরসাইকেলসহ গ্রেফতার দুই চোর।

মোটরসাইকেলসহ গ্রেফতার দুই চোর।

চট্টগ্রাম: নগরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) ভেলুয়ার দিঘীর উত্তর পাড় ইঞ্জিনিয়ার কলোনিতে এ অভিযান চালায় পাহাড়তলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফয়সাল (২৭) ও মো. ইয়াছিন আরাফাত সাদ্দাম (২৭)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, কলোনির ই/বি ১০নম্বর বাসার ভেতর বিশেষ অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই চোরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-17 16:20:15