ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
২৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ইয়াবাসহ আটক মো. মশিউর রহমান লিটন।

চট্টগ্রাম: নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে বাকলিয়ার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মশিউর রহমান লিটন (৩৫) পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে।

মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. মশিউর রহমান লিটন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

তিনি জানান, মো. মশিউর রহমান লিটন ট্রাক চালক। ট্রাক চালানোর আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করতেন। জব্দ হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিলেন মশিউর।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।