bangla news

চমেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগী আইসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৬ ৯:১৫:২২ পিএম
প্রতীকী

প্রতীকী

চট্টগ্রাম: প্রতিদিনই বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টাতেই ভর্তি হয়েছেন ২৯ জন। এরমধ্যে গুরুতর অসুস্থ ২ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

'শুক্রবার নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন। এ পর্যন্ত ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।'

এদিকে চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শতাধিক শয্যার ওয়ার্ডটি রোগীতে কানায় কানায় পূর্ণ।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করেছে। সার্বক্ষণিক ওয়ার্ডে চিকিৎসকরা রাউন্ড দিচ্ছেন। মেডিকেল টিম নিয়মিত কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-16 21:15:22