ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ধানীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
সন্ধানীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন সন্ধানীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

চট্টগ্রাম: জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণসহ একাধিক কর্মসূচির আয়োজন করেছে সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোমানুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।

‘এ ছাড়া কর্ণফুলীতে অবস্থিত বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান আয়োজন করা হয়েছে।

সেখানে ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ হয়। ’

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রিসসো কোসেই কাই মেডিকেল সার্ভিস এতে সহায়তা করে। শোক দিবসের কর্মসূচিতে সবমিলিয়ে ৪৪ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে।

কর্মসূচিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম, সন্ধানীর উপদেষ্ঠা, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad