ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুয়েট পরিবারের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুয়েট পরিবারের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চুয়েট উপাচার্য

চট্টগ্রাম: গভীর শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে চুয়েট স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, চুয়েট শিক্ষক সমিতি, চুয়েট সাংবাদিক সমিতি, চুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বঙ্গবন্ধু পরিষদ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।

বিকেলে চুয়েট কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।