ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মদপানে তিনজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
মদপানে তিনজনের মৃত্যু হাসপাতালের জরুরি বিভাগের সামনে মৃতদের স্বজনের আহাজারি। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের আকবর শাহ এলাকায় মদপানে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজন বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন।

তারা হলেন- আকবর শাহ মালিপাড়া তপন মজুমদারের ছেলে শাওন মজুমদার (৩২), মিল্টন গোমেজ  ও বিশ্বজিৎ মল্লিক।   এ ছাড়া উজ্জ্বল বণিক নামে একজন চিকিৎসাধীন।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে মৃতদের স্বজনের আহাজারি।                                             <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/m-bg2_(1)20190815144412.jpg" style="margin:1px; width:100%" />আকবর শাহ থানার পরিদর্শক বিকাশ সরকার বাংলানিউজকে বলেন, কৈবল্যধাম এলাকায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।

‘এ ছাড়া  অসুস্থ আরেকজন চিকিৎসাধীন। তারা মদপানে অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, মদপানে অসুস্থ দুইজন বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতাল মেডিসিন বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad