ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরের বিনোদন কেন্দ্র ঈদ আনন্দে মুখর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
নগরের বিনোদন কেন্দ্র ঈদ আনন্দে মুখর শিশু পার্কে ঈদ আনন্দ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের ফয়’স লেক সি-ওয়ার্ল্ডের পাড়ে বসে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ফয়সাল ইকবাল। মুঠোফোনটি বন্ধুকে জমা দিয়ে পানিতে নেমে পড়লেন তিনি। ডুব দিয়ে উঠেই চোখে মুখে ছড়িয়ে পড়লো স্বস্তি। বললেন, ‘অনেকদিন পর যেনো প্রাকৃতিক আবহে নিজেকে ফিরে ফেলাম। প্রতি বছর ছুটিতে এখানে ছুটে আসি।’

ঈদুল আজহার ছুটি বুধবার (১৪ আগস্ট) শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার বাড়তি আনন্দ উপভোগ করছেন নগরবাসী। দূরে কোথাও নাই বা হোক, নগরের ভেতরে বিভিন্ন বিনোদন কেন্দ্রতো আছে।

তাই ফয়সালের মতো বিনোদনপ্রেমীরা এখন বিনোদন কেন্দ্রে সময় কাটাচ্ছেন।

শিশু পার্কে ঈদ আনন্দ।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/park-2_bg20190813174842.jpg" style="margin:1px; width:100%" />ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, ভাটিয়ারি গলফ ক্লাব, চট্টগ্রাম চিড়িয়াখানা, অভয়মিত্র ঘাট, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিকেল থেকে উপচেপড়া ভিড় দেখা গেছে।

মিজানুল হায়দার নামে এক পর্যটক বাংলানিউজকে বলেন, নগরের জামালখান মোড়ে আমাদের বাড়ি। তবে থাকি ঢাকায়। সেখানে একটি কর্পোরেট অফিসে কাজ করি। ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে চলে এসেছি। অফিসের ব্যস্ত সময়ে কোথাও বেড়ানোর সুযোগ পাই না। তাই বাড়িতে এলেই ফয়’স লেকসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে যাই।

ফয়’স লেক সি-ওয়ার্ল্ডে।  ছবি: উজ্জ্বল ধরফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের অ্যাসিসটেন্ট ম্যানেজার (মার্কেটিং) অভিজিৎ পাল বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দর্শনার্থীরা ঈদ আনন্দ উপভোগ করতে ফয়’স লেক আসছেন। ঈদের দিন ও পরদিন ৩২শ-৩৫শ দর্শনার্থী টিকিট কিনেছেন। আশা করছি সামনে ভীড় আরও বাড়বে।

তিনি জানান, ঈদ উপলক্ষে পার্কে শিশুদের জন্য কিছু ইভেন্ট রাখা হয়েছে। বড়দের জন্য রয়েছে গেইম শো। আছে ঈদ র‌্যাফেল ড্র।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে ঈদ আনন্দ।  ছবি: উজ্জ্বল ধরফয়’স লেকে বেশ কিছু আধুনিক রাইড আছে। সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেইন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো আকর্ষণীয় সব রাইড। এসব রাইডে শিশুদের পাশাপাশি তরুণদেরও চড়তে দেখা গেছে।

এদিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, ভাটিয়ারি গলফ ক্লাব, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্ক, শিশু পার্কে দর্শনার্থীর ভিড় দেখা গেছে।

ফয়’স লেকে ঈদ আনন্দ।  ছবি: উজ্জ্বল ধরপতেঙ্গা সমুদ্র সৈকতে স্ত্রী-সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন সরকারি কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। তিনি বাংলানিউজকে বলেন, অন্য সময় নিজেও সময় পাই না। তাই স্ত্রী সন্তানদের নিয়ে তেমন বেড়ানো হয় না। ছুটিতে সৈকতে বেড়াতে চলে আসলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad