ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে লঘুচাপ, নগরে বৃষ্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
সাগরে লঘুচাপ, নগরে বৃষ্টি নগরে বৃষ্টি। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে নগরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে নগরে হালকা বৃষ্টি হয়েছে।

বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩ মিলিমিটার।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে।

এর ফলে চট্টগ্রামের অনেক জায়গায় মঙ্গলবার (১৩ আগস্ট) বৃষ্টির সম্ভাবনা আছে। এসব জায়গায় থেমে থেকে গুঁড়িগুঁড়ি বা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।

তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরের জন্য ২ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad