bangla news

ঈদের দিন ইভটিজিং, ৪ বখাটে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১২ ৮:০৮:০৯ পিএম
আটক ৪ বখাটে।

আটক ৪ বখাটে।

চট্টগ্রাম: ঈদের দিন ইভটিজিংয়ের অভিযোগে ৪ বখাটে আটক হয়েছে পুলিশের হাতে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নগরের সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মো. নয়ন (১৮), মো. আরিফ হোসেন (১৮), মো. মামুন (২৩) ও মো. ইয়াসিন আরাফাত (১৮)।

কোতোয়ালী থানার এএসআই অনুপ কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, দুজন কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে চার বখাটেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, একজন সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই চার বখাটে ইভটিজিংয়ের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসকে/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-12 20:08:09