ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘এডিস মশাকে বাড়তে দেওয়া যাবে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
‘এডিস মশাকে বাড়তে দেওয়া যাবে না’ মশক নিধন ক্যাম্পেইন’ উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

চট্টগ্রাম: ডেঙ্গু ভাইরাসজনিত জ্বর এবং এডিস মশা এই রোগের বাহক। ডেঙ্গুর কোন ভ্যাকসিন নেই। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারীর ভিতরে রাখতে হবে। যারা আক্রান্ত হয়নি, এমন ব্যক্তিও শহর থেকে বাড়িতে গেলে ১৪ দিন পর্যন্ত মশারী ছাড়া ঘুমানো যাবে না। কোনভাবেই এডিস মশাকে বাড়তে দেওয়া যাবে না। ৫ দিনের অধিক কোন জায়গায় পানি জমা রাখা যাবে না। পানি জমা থাকলে এডিস মশা বংশ বিস্তার করবে।

রোববার (১১ আগস্ট) সকালে নগরের গোলপাহাড় চত্বরে ‘ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা ও মশক নিধন ক্যাম্পেইন’ উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগর যুবলীগ আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন বাচ্চু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহামুদুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন সহ যুবলীগ নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।