ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
চুয়েটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘন্টা লিখিত এবং বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ২ ঘন্টা মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৫ আগস্ট।

১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে আবেদন শেষ করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর।

মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।

এবার চুয়েটে নতুন চালু হওয়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি করে মোট ৬০ আসনসহ মোট আসন সংখ্যা ৮৯০টি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।