ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে ডেঙ্গু রোগীর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
চমেকে ডেঙ্গু রোগীর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি চমেকে ডেঙ্গু রোগীর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি।

চট্টগ্রাম: ডেঙ্গু রোগীর চিকিৎসা, পরীক্ষা, পরিচর্যার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবু বলেন, মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ পরিদর্শন করেন।

এ সময় সেবাগ্রহীতারা ডেঙ্গুর চিকিৎসা পেতে ভোগান্তির কথা জানান। এর প্রেক্ষিতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের মুহূর্তে ২৪ ঘন্টাব্যাপী ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য দাবি জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক আসদুজ্জামান খান, সহ-সভাপতি মফিজুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ তানছির, আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী কেএনএম রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।