ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: নগরের খুলশী ও বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর ছিনতাইকারী গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ছয়জন হলো- মো. ইয়াসিন মোল্লা (২০), আবদুর রহিম (১৮), মো. আমিরুল ইসলাম (১৮), মো. রিপন (১৮), জীবন হোসেন (১৮) ও মো. সাগর হোসেন (১৮)। তারা ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

ওসি প্রনব চৌধুরী জানান, শনিবার সকালে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এক ছাত্রকে পলিটেকনিক খেলার মাঠে নিয়ে গিয়ে ছিনতাই করে তারা। পরে অভিযোগ পেয়ে খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ছয়জন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তারা সুযোগ পেলে পথচারীদের জিনিসপত্র ছিনতাই করে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।