ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২০০ ছাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২০০ ছাড়াল ফাইল ছবি

চট্টগ্রাম: চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ১৬ ও অন্যান্য চিকিৎসাকেন্দ্রে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

চমেক হাসপাতাল উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, হয়েছে। এ পর্যন্ত ১২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে হাসপাতালে।

তিনি আরও বলেন, আক্রান্তদের হাসপাতালের মেডিসিন বিভাগের অধীনে আলাদা ৩টি ব্লক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক তদারকি করছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, চলতি বছর চট্টগ্রামে ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩৫ জন। এ ছাড়া ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত হন ১৭৭ জন। এর আগের বছর ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা চিকিৎসকদের।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।