ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্কাট থেকে আসা যাত্রীর মোজার ভেতর স্বর্ণের বার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
মাস্কাট থেকে আসা যাত্রীর মোজার ভেতর স্বর্ণের বার! শাহ আমানতে যাত্রীর কাছ থেকে জব্দ করা স্বর্ণের বার ও মোবাইল সেট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর মোজার ভেতর থেকে চারটি করে মোট আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। এরপর সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টম কর্মকর্তারা।

একপর্যায়ে জুতার মোজার ভেতর থেকে চারটি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের কর্মকর্তা শাহিনুর রহমান পাভেল বাংলানিউজকে জানান, ৮পিস স্বর্ণের বারের ওজন ৯৩২ গ্রাম।

যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় ওই যাত্রীর কাছে থাকা তিনটি স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোনের সেটও আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী জানান, তিনি স্বর্ণের বারগুলোর বাহক। এরপর যাকে পৌঁছে দেওয়ার কথা তাকে কৌশলে ডেকে আনা হয়। সবশেষে বাহক ও প্রাপককে আটক করা হয়।

এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়ার কাজ চলছে বলে জানান শাহিনুর রহমান পাভেল।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad