ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এমএ আজিজে সাকিবের সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএ আজিজে সাকিবের সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: টাইগারদের টেস্ট জয়ের প্রথম ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল চারটায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির উদ্যোগে বর্ণাঢ্য এ সংবর্ধনা দেওয়া হবে। মেয়র আ জ ম নাছির উদ্দীন সাকিবকে 'নগর চাবি' উপহার দেবেন।

দেশের প্রথম কোনো খেলোয়াড়কে এ চাবি দিয়ে সম্মান জানাবেন ক্রীড়াবান্ধব মেয়র।

>> সাকিব আল হাসানের সংবর্ধনা এমএ আজিজে ৩০ জুলাই

রোববার (২৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলী আব্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮২তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু এমএ আজিজে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজার অভিষেক হয়েছিল এ ভেন্যুতে। বিশ্বখ্যাত অনেক ক্রিকেটারের পদচারণায় ধন্য এমএ আজিজে সাকিবের সংবর্ধনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। গ্যালারির চারপাশে বড় পর্দায় এ অনুষ্ঠান দেখানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দীন, সিজেকেএসের কর্মকর্তা আমিনুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, আবদুল হান্নান আকবর, জসিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।

মেয়র বলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৩০ জুলাই সকালে বিমানযোগে চট্টগ্রামে আসবেন। বিকেলে সংবর্ধনায় অংশ নেবেন। তাকে সম্মানিত করে চট্টগ্রামবাসী সম্মানিত হবে। দায়বদ্ধতার জায়গা থেকে নগরবাসীর পক্ষে বিশ্ব বরেণ্য সাকিবকে নগর চাবি দেওয়া হবে। এর আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নগর চাবি দেওয়া হয়।

মেয়র বলেন, সাকিব থেকে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা অনুপ্রেরণা পাবে। বিশ্বকাপ ক্রিকেটে এবার ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে তাক লাগিয়েছেন সাকিব।

ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসীকে এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান মেয়র।

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, তামিম দেশের সম্পদ। তার অবদান অনস্বীকার্য। দেশে ফেরার পর তাকেও সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।