ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় গণপিটুনি ঠেকাতে সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
পতেঙ্গায় গণপিটুনি ঠেকাতে সভা সভায় বক্তব্য দেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া।

চট্টগ্রাম: ‘গুজবেতে কান নয়, মানবতার হোক জয়’ স্লোগানে গুজবের সুযোগে গণপিটুনি ঠেকাতে সভা ও লিফলেট বিতরণ কাটগড় বিট পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় পতেঙ্গা সচেতন সমাজের উদ্যোগে ও অপরূপ পতেঙ্গা ফেসবুক পেজের সৌজন্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আজাদীর সহ সম্পাদক রশিদুল হাসান সাহেদ। প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ।

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ও আলমগীর মোহাম্মদ সিরাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অপরূপ পতেঙ্গা পেজের অ্যাডমিন শেখ জাহেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীগ নেতা নুরুল আলম, মো. সেলিম, ওয়াহিদ মাস্টার, আলী আকবর চৌধুরী, মো. ইদ্রিস, ওয়াহিদ হাসান, শাকিল হারুন, সাদেকুর রহমান, মাঈনুল ইসলাম, এসআই জসিম, বিট পুলিশের এটিএসআই মো. হারুন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম নগরের সহ-সভাপতি মো. হান্নান, মো. জাকির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছেলেধরা গুজবে দেশের বিভিন্ন স্থানে মানসিক প্রতিবন্ধী ও নিরীহ সহজ-সরল মানুষকে হত্যা করা হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। এই গুজব মহামারী আকার ধারণ করার আগে দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে তা প্রতিহত করতে হবে।

সভা শেষে লিফলেট বিতরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওসি উৎপল বড়ুয়া। পরে এলাকায় ১ হাজার লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।