ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের কিচেন মার্কেটের নির্মাণকাজ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
চসিকের কিচেন মার্কেটের নির্মাণকাজ উদ্বোধন বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের হালিশহর ফইল্যাতলী বাজারে আধুনিক কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ফইল্যাতলী বাজারে কিচেন মার্কেটের ফলক উন্মোচন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, পরিবেশ সম্মত বিশ্বমানের নগর গড়তে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চসিক।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কিচেন মার্কেট নির্মিত হলে একই ছাদের নিচে রান্না সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে এলাকাবাসী। এতে করে নগরবাসীর সময়, শ্রম ও টাকা সাশ্রয় হবে।

মেয়র পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান।

কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম নগর উন্নয়নে একটি মডেল শহর হিসেবে দেশে খ্যাতি লাভ করবে বলে তিনি আাশাবাদ ব্যক্ত করেন।

চসিকের ৩০ দশমিক ৮৪ গণ্ডা জমির ওপর এ কিচেন মার্কেট নির্মিত হবে। ১০তলা ভিত্তির কিচেন মার্কেটটির বেসমেন্টসহ তৃতীয় তলা পর্যন্ত নির্মাণে ব্যয় হচ্ছে ১৭ কোটি ১৭ লাখ টাকা। অর্থ জোগান দিচ্ছে বিশ্বব্যাংক। ২০২০ সালের মার্চের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এ কিচেন মার্কেটে থাকছে বেসমেন্ট পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে স্পোর্টস, এটিএমবুথ, ব্যাংক স্পেস,  ফার্স্ট ফ্লোরে দোকান, এটিএম বুথ, ব্যাংক স্পেস, সেকেন্ড ফ্লোরে শপ, সুপার শপ ইত্যাদি।

ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর এরশাদ উল্লাহ, আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, প্রকৌশলী গোফরান উদ্দিন, চসিক ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এসএম আলমগীর,  ঠিকাদার আলী হোসেন, রোকন ও প্রকৌশলী ফয়সাল আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

>> ২১ কোটি টাকায় কিচেন মার্কেট তৈরি করছে চসিক

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।