ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রিজেন্টের যাত্রীবাহী গাড়িতেই মিললো ৬৪টি স্বর্ণের বার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
রিজেন্টের যাত্রীবাহী গাড়িতেই মিললো ৬৪টি স্বর্ণের বার! রিজেন্টের যাত্রীবাহী গাড়িতেই পাওয়া স্বর্ণের বার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট থেকে যাত্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ডায়েরির মতো দেখতে একটি কাপড়ের ব্যাগে স্বর্ণগুলো পাওয়া যায়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে জানান, বিমানবন্দরে টার্মিনাল থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম।

বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।  

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।