ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ‘এসি’ ট্রেন দেয়ার ঘোষণা মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
চবিতে ‘এসি’ ট্রেন দেয়ার ঘোষণা মন্ত্রীর চবিতে মতবিনিময় সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এয়ার কন্ডিশনার (এসি) যুক্ত ট্রেন দেয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চবি ক্যাম্পাস পরিদর্শন শেষে মতবিনিময় সভায় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, চলতি বছর রেলে নতুন ২০০টি মিটারগেজ বগি যুক্ত হবে।

সেখান থেকে ১৫টি বগি দিয়ে একটি ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে। ট্রেনটিতে এসি থাকবে।
২০২০ সালের জুনের আগে এ ট্রেন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেন লাইনটির অবস্থা নাজুক। এজন্য এটি সংস্কার করা হবে। পাশাপাশি নতুন একটি প্লাটফরম করা হবে বিশ্ববিদ্যালয় জংশনে।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যান মন্ত্রী। পরে উপাচার্যের রুটিন দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।