ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবি, গ্রেফতার ২ কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবি, গ্রেফতার ২ কিশোর গ্রেফতার দুই কিশোর অপরাধী

চট্টগ্রাম: এক প্রবাসীর কাছ থেকে ২৫ লাখ টাকা চাঁদা দাবি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুই কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ জুলাই) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার দুই আসামি হলো- রাউজান উপজেলার দক্ষিণ লেলেঙ্গারা এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাব্বির হোসেন (১৬) ও একই উপজেলার রমজান আলীর হাট মাঝিরপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. তজবির সাইফ (১৬)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, প্রবাসী রেজাউল করিমের কাছে চাঁদা দাবি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, সৌদি প্রবাসী রেজাউল করিম প্রকাশ বাঁচাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদার টাকা না দিলে দেশে থাকা রেজাউল করিমের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করলে সাব্বির হোসেন ও তজবির সাইফকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।