ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কুল মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
স্কুল মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, আহত ২

চট্টগ্রাম: নাজিরহাট থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের চালক ও এক নারী আহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) সকাল পৌণে আটটার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মাইক্রোবাস চালক আজিজুল হক হাটহাজারী লালিয়ারহাট এলাকার বাসিন্দা।

আহত নারীকে স্কুলের আয়া হিসেবে জানালেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাকির হোসেন বাংলানিউজিকে বলেন, ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় সকাল পৌণে আটটার দিকে নাজিরহাট থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ দুইজন আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।