ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নতুনভাবে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এসব রোগী শনাক্ত হয়।

এর মধ্যে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ৩ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন ও ন্যাশনাল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১ জন করে মোট ৮ জন রোগী শনাক্ত হয়।

এর মধ্যে ন্যাশনাল হাসপাতালে শনাক্ত হওয়া রোগী মঙ্গলবার ভর্তি হয়েছেন।

বাকিরা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

বাংলানিউজকে তিনি বলেন, নতুন ৮ জন রোগীর তথ্য পেয়েছি।

এ পর্যন্ত চট্টগ্রামে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এদিকে ডেঙ্গু নিয়ে সতর্কতা ও সচেতনতা মূলক ব্যানার টাঙানোর জন্য সব চিকিৎসাকেন্দ্রকে চিঠি দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। পাশাপাশি লিফলেট বিতরণ অব্যাহত আছে।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। মশক নিধনে এবার ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হবে।

পাশাপাশি সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম করেছে। নগরে অবস্থিত ৯টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।