ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
চট্টগ্রামে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা শুরু স্টাডি ইন ইন্ডিয়া মেলা ঘুরে দেখেন সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী।

চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা। সোমবার (২২ জুলাই) সকালে নগরের পেনিনসুলা হোটেলে মেলার উদ্বোধন করেন সহকারী ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী।

আয়োজকরা জানান, এবারের ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলায় ভারতের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং স্কুলের বিষয়ে তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চাহিদা, সুযোগ-সুবিধা, কোর্স ফি, ইনস্টলমেন্ট সুবিধাসহ সব তথ্য সংগ্রহ করতে পারবেন।

প্রদর্শনীর চেয়ারম্যান সঞ্জীব বলিয়া জানান, বাংলাদেশের  শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রতি বছর ভারতে যান উচ্চশিক্ষা অর্জনের জন্য। কারণ পশ্চিমা দেশগুলোর তুলনায় ভারতে শিক্ষা ব্যয় অনেক কম।

  ভারত ও বাংলাদেশের সংস্কৃতিও প্রায় একই ধরনের। ভারতে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক এ দেশের শিক্ষার্থীদের সহায়তা দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ভারতের নামকরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে এমিটি ইউনিভার্সিটি (কলকাতা), আদমাস ইউনিভার্সিটি (কলকাতা), ব্রেইনওয়ার ইউনিভার্সিটি (কলকাতা), জেআইএস ইউনিভার্সিটি (কলকাতা), দয়ানন্দা সাগর বিশ্ববিদ্যালয় (ব্যাঙ্গালোর), শ্রী রামচন্দ্র উচ্চতর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (চেন্নাই), আদিত্য শিক্ষা প্রতিষ্ঠান (কাকিন্দা), এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্সেস ও প্রযুক্তি (চেন্নাই), আচার্য ইনস্টিটিউট (ব্যাঙ্গালোর), এআইএমএস ইনস্টিটিউট (ব্যাঙ্গালোর), শর্দা বিশ্ববিদ্যালয় (দিল্লি এনসিআর), মানব রচনার শিক্ষা প্রতিষ্ঠান (দিল্লি এনসিআর), লাভলী পেশাগত বিশ্ববিদ্যালয় (পাঞ্জাব) অংশ নিয়েছে।

স্কুলগুলোর মধ্যে কাসিগা স্কুল (দেরাদুন), বিড়লা ইন্টারন্যাশনাল স্কুল (রাজস্থান), এমআইটি পুনের বিশ্বশান্তি গুরুকুল (পুনে), ইকোলে গ্লোবাল ইন্টারন্যাশনাল গার্লস স্কুল (দেরাদুন), দিল্লি পাবলিক স্কুল (দুর্গাপুর), আদিত্য একাডেমি মাধ্যমিক স্কুল (কলকাতা), রেডব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমি (বাঙ্গালুর), সঞ্জয় ঘোড়াওয়াত ইন্টারন্যাশনাল স্কুল (কোলহাপুর) অংশ নিয়েছে।

এ ছাড়াও মেলায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারামেডিকেল, ডেন্টাল, নার্সিং, জৈবপ্রযুক্তি, ফার্মেসি, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, সাংবাদিকতা, স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় কলেজে ভর্তির ব্যবস্থা রয়েছে।

দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।