ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আবুল হাশেম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আবুল হাশেম

চট্টগ্রাম: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম।

রোববার (২১ জুলাই) তাকেসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

চট্টগ্রাম জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল হাশেম রাউজান উপজেলার আধারমানিক গ্রামের মরহুম হাজি আবদুল মোতালেবের বড় ছেলে।

এর আগে তিনি চট্টগ্রাম জেলার সাবেক অ্যাডিশনাল পিপি, জননিরাপত্তা আদালতের পিপি, এপিপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনপেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।