bangla news

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২১ ৮:২০:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়েছে।

রোববার (২১ জুলাই) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ উপলক্ষে হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানের আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের মেরিটাইম উচ্চশিক্ষার প্রসার, সমুদ্র গবেষণা, সম্পদ অনুসন্ধান ও আহরণসহ আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডীন, প্রকল্প পরিচালক প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর থানার হামিদচর এলাকায় ১০৬ দশমিক ৬ একর জমিতে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-21 20:20:50