ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শুরু প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শুরু হয়েছে। রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরের নেভি কনভেনশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি উপস্থিত থাকার কথা থাকলেও তার স্বামী হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি উপস্থিত থাকতে পারেন নি।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন।                     <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/Bg-720190721112027.jpg" style="margin:1px; width:100%" />তবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন উপস্থিত আছেন।

সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ১১২ জনকে ডিগ্রি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।