bangla news

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২০ ৪:০৯:৪৭ পিএম
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ। ছবি: উজ্জ্বল ধর

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২০ জুলাই) দুপুর ২টায় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে শুরু হওয়া এ সমাবেশ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সড়কের একপাশে তৈরি করা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, মহাসমাবেশের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সঞ্চালনায় আছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ। ছবি: উজ্জ্বল ধরসমাবেশে মিছিল সহকারে বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে সমাবেশকে ঘিরে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
জেইউ/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-20 16:09:47