bangla news

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২০ ১১:২৯:১১ এএম
লোগো

লোগো

চট্টগ্রাম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আজ শনিবার (২০ জুলাই)।

দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেখানে তৈরি করা হচ্ছে মঞ্চ। সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন সহ নেতারা মঞ্চ নির্মাণ কাজ তদারকি করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মহাসমাবেশে উপস্থিত থাকবেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।সমাবেশে বিপুল নেতা-কর্মীর সমাগম হবে।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা এখন চট্টগ্রামে। সমাবেশ থেকে  নেত্রীর মুক্তির আন্দোলনের একটি দিক নির্দেশনা আসবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-20 11:29:11