![]() লোগো |
চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রোববার (২১ জুলাই) সকাল ১০টায় নগরের টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
কনভোকেশন স্পিকার থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেবেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ১ হাজার ১১২ জন গ্র্যাজুয়েট।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসি/টিসি