bangla news

শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৮ ১১:৫২:১৯ পিএম
শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ

শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ

চট্টগ্রাম: পরিবেশ সুরক্ষায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাকলিয়া এলাকার আব্দুল বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বৃক্ষরোপণ করা হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়। বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে গল্প শোনান ছাত্রলীগ নেতারা।

মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুব্ধ করতে এমন আয়োজন করেছি আমরা। শিক্ষার্থীদের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার জীবনাদর্শ সম্পর্কে জানিয়েছি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম বাবু, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন শাওন, মো. শওকত আলী ইমরান, সুহ্রদ বডুয়া শুভ, আসিফুর রহমান, হিরো বড়ুয়া, জোনাইদ আলী ইবনে সিকদার, রিজভী কবীর মুন্না, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাইমন ইসলাম সানি, যুবারাজ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসকে/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-18 23:52:19