ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামেই বেগম জিয়ার কারামুক্তি আন্দোলনের সূচনা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
চট্টগ্রামেই বেগম জিয়ার কারামুক্তি আন্দোলনের সূচনা হবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, আন্দোলনের সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে শুরু না হলে কোনো আন্দোলনের সফলতা আসে না। ২০ জুলাই বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে চট্টগ্রামের মাটি থেকেই নবউদ্যমে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার আন্দোলনের সূচনা করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নগরের নাসিমন ভবনের বিএনপি কার্যালয় চত্বরে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কর্মিসমাবেশে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এ অবৈধ সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই।

আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করার শপথ নিতে হবে।

নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

বক্তব্য দেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম চৌধুরী, সহ-সভাপতি আশারাফ উদ্দিন চৌধুরী, এসকে খোদা তোতন, সাত্তার সারোয়ার, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, আবদুল মান্নান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাংগীর আলম দুলাল, কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।