ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ১ হাজার রুই-কাতলা মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
চবিতে ১ হাজার রুই-কাতলা মাছের পোনা অবমুক্ত রুই-কাতলা মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা

চট্টগ্রাম: 'মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিশারিজ বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে চবির বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জ সংলগ্ন লেকে ১ হাজার রুই-কাতলা মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. হোসেন জামাল।

এ সময় উপস্থিত ছিলেন ফিশারিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. রাশেদ-উন-নবী, প্রফেসর ড. আশরাফুল আজম খান, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এর পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, শিক্ষক প্রফেসর ড. মো. মারুফ হোসাইন, সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক ফায়েজ মো. তাইমুরসহ মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. হোসেন জামাল বলেন, আগামী দিনে বিশ্ব দরবারে দেশের ফিশারিজ সেক্টরের অবস্থান নির্ভর করবে ফিশারিজ নিয়ে যারা পড়াশোনা করছে তাদের উপর। মেধা, শ্রম, ব্যবহারিক জ্ঞান, তথ্য-প্রযুক্তির উন্নতি প্রভৃতিকে কাজে লাগিয়ে এ দেশের মৎস্য সেক্টরকে এগিয়ে নিতে হবে।

এর আগে সকাল ১১টায় মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে 'জল আছে যেখানে, মাছ চাষ সেখানে' ও 'মা মাছ ধরবো না, দেশের ক্ষতি করবো না' স্লোগান দেন র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

র‌্যালি পরবর্তী অনুষদ মিলনায়তনে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ শীর্ষক সেমিনার। এতে স্বাদু পানিতে মাছ চাষের পাশাপাশি নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় সামুদ্রিক মাছ চাষের মাধ্যমে ব্লু ইকোনমিতে অবদান রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।