bangla news

জনতার মুখোমুখি হচ্ছেন চসিক মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৮ ৫:২২:০১ পিএম
মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: দায়িত্ব গ্রহণের পর গত চার বছরে নগরে বাস্তবায়নকৃত স্বল্প আর দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জনতার মুখোমুখি হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টায় জামালখান হেলদি ওয়ার্ডে রীমা কনভেনশন সেন্টারে জনতার মুখোমুখি হবেন তিনি।

ভিডিও বার্তায় মেয়র বলেন, ‘আপনাদের কথা শুনতে, আপনাদের সমস্যা জানতে এবং আপনাদের সঙ্গে আলাপ করতে আপনাদেরই মুখোমুখি হবো আমি।’

জানা গেছে, পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে জনতার মুখোমুখি হবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২৬ জুলাই) চসিক মেয়রের দায়িত্ব গ্রহণের চার বছর পূর্ণ হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী মেয়র ৬ মে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন। আইনি জটিলতা পেরিয়ে আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ২৬ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-18 17:22:01