ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কৃষক বাবার সেই ছেলের দায়িত্ব নিলেন ছাত্রলীগ সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
কৃষক বাবার সেই ছেলের দায়িত্ব নিলেন ছাত্রলীগ সভাপতি আমিনুল হক ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম।

চট্টগ্রাম: বাংলানিউজের সংবাদটি নজরে আসার পর চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া আমিনুল হকের যাবতীয় শিক্ষা খরচের দায়িত্ব নিলেন কলেজটির ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম।

বুধবার (১৭ জুলাই) রাত ৯টায় বাংলানিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ‘কৃষক বাবার ছেলে টিউশনি করে পেয়েছে জিপিএ-৫’ শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোরডটকমে বিকেল ৫টা ৪২ মিনিটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

যেখানে আমিনুল হক টিউশনি করে নিজের ও পড়ালেখার খরচ যোগানোর বিষয়টি তুলে ধরা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বাংলানিউজকে বলেন, বাংলানিউজে নিউজটি নজরে আসার পর বিষয়টি আমায় নাড়া দেয়।

সেজন্য নিজ উদ্যোগে তার যাবতীয় শিক্ষা খরচ বহন করার দায়িত্ব নিয়েছি। আমি ইতোমধ্যে আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করেছি।

আমিনুল হক বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাংলানিউজ পরিবারকে অসংখ্য ধন্যবাদ। যদি নিউজটি বাংলানিউজে না আসতো, আমার পড়ালেখার খরচ নিয়ে কেউ ভাব-তো না। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি যাবতীয় শিক্ষা খরচ বহন করবেন বলেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।